উত্তরার দুর্ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন পরীমণি, হাসপাতালে ভর্তি

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের অধিকাংশই শিশু। আহত অবস্থায় চিকিৎসাধীন শতাধিক মানুষ।
এই হৃদয়বিদারক ঘটনায় দেশের মানুষ যেমন ব্যথিত, তেমনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বিনোদন জগতের তারকারাও। চিত্রনায়িকা পরীমণিও এই ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে প্যানিক অ্যাটাক শুরু হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিজেই জানান পরীমণি। তিনি লেখেন, "আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই।"
তিনি আরও লেখেন, "গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি ও ভিডিও দেখে খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরে আসে, দম বন্ধ হয়ে আসে। এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করছে—ভাবতেই পারছি না। আল্লাহ!"