ডাকসু নির্বাচন শেষে জামিন পেলেন ভিপি প্রার্থী ‘জ্বালাময়ী জালাল’

ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ জামিনে মুক্তি পেয়েছেন। রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাবন্দী থাকা জালাল নির্বাচনের দুই দিন পর জামিন পেলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
জালালের আইনজীবী রফিকুল ইসলাম হিমেল আদালতে শুনানিতে বলেন, “আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। আগামী ১৯ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষা রয়েছে, সেজন্য তার জামিন প্রয়োজন।”
আদালত শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকা এবং বিসিএস পরীক্ষার রুটিন/অ্যাডমিট কার্ড প্রদর্শনের শর্তে জামিন মঞ্জুর করেন।
জালালের আইনজীবী জানান, জামিননামা দাখিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। আগামীকাল (শুক্রবার) তার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একটি কক্ষে ঘটে ঘটনাটি। অভিযোগ অনুযায়ী, জালাল কক্ষে প্রবেশ করে চেয়ার টেনে ও লাইট জ্বালিয়ে তার রুমমেট রবিউলের ঘুমের ব্যাঘাত ঘটান। রবিউল শান্তভাবে তাকে অনুরোধ করলে জালাল ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বাগবিতণ্ডার একপর্যায়ে প্রথমে তিনি কাঠের চেয়ার দিয়ে রবিউলকে মারতে যান। প্রতিহত করার সময় কপালে আঘাত লাগে রবিউলের। এরপর একটি পুরোনো টিউবলাইট দিয়ে আবারও আঘাতের চেষ্টা করলে সেটি ভেঙে যায় এবং ভাঙা টিউবলাইট দিয়েই আরও একবার আঘাত করতে গেলে রবিউল নিজেকে বাঁচাতে গিয়ে হাতে জখম হন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।