আবু সাঈদ হত্যা মামলা

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে, ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন বলছেন, হাসনাতের জবানবন্দির পর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির পর মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায় শেষ হবে। এ মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৬ জন। তাদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

অপরদিকে, ট্রাইব্যুনাল-১ এ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের পক্ষে শুনানি করছেন আসামিপক্ষ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতার তিন সেনা কর্মকর্তাকে। এর আগে, গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ।