কোন রক্তের গ্রুপের মানুষের বুদ্ধি বেশি জানেন? গবেষণায় মিলল উত্তর

রক্তের গ্রুপ আর বুদ্ধিমত্তার মাঝে কি সত্যিই কোনও যোগ আছে? শুনতে অবাক লাগলেও, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে এমনই এক চমকপ্রদ তথ্য। সেখানে বলা হয়েছে, বিশেষ করে B+ এবং O+ রক্তের গ্রুপধারী মানুষরা বুদ্ধিমত্তার দিক থেকে অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকেন।
গবেষণা বলছে, এই রক্তের গ্রুপধারী মানুষদের মস্তিষ্ক তুলনামূলকভাবে বেশি সক্রিয় এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও তারা বেশ দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেন। গবেষণাটি চালানো হয় মোট ৬৯ জন মানুষের ওপর।
কেন B+ ও O+ গ্রুপকে বলা হচ্ছে ‘চটপটে’?
গবেষকদের মতে, B+ গ্রুপের মানুষদের মস্তিষ্কে প্যারিটোনিয়াল ও টেম্পোরাল লোব বেশি সক্রিয় থাকে, যার ফলে তাদের স্মৃতিশক্তি শক্তিশালী হয়, মনোযোগ ধরে রাখতে পারেন বেশি সময় এবং জটিল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন।
অন্যদিকে, O+ রক্তের গ্রুপধারীদের শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, ফলে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ ভালো হয়, যা দ্রুত চিন্তা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।
তাহলে কি অন্য রক্তের গ্রুপের মানুষ কম বুদ্ধিমান?
একদমই না। গবেষণাটি শুধুমাত্র একটি প্রবণতা বা টেনডেন্সি দেখিয়েছে। বাস্তবে বুদ্ধিমত্তা নির্ভর করে বহু বিষয়ের উপর—যেমন শিক্ষা, অভিজ্ঞতা, পরিবেশ, মানসিক চাপ মোকাবিলার ক্ষমতা এবং পারিপার্শ্বিকতা।
তাই আপনি যদি B+ বা O+ না হয়ে থাকেন, চিন্তার কোনো কারণ নেই। আপনি যেকোনো রক্তের গ্রুপেরই হোন, পরিশ্রম, অনুশীলন আর আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে রাখবে।