এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়বে, না কি কমবে—সেই সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার (২ জুলাই)। বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে বিইআরসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর নির্ধারিত জুলাই মাসের ‘সৌদি সিপি’ মূল্যের ভিত্তিতে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হবে। একইসঙ্গে ঘোষণা আসবে অটোগ্যাসের দামেরও।
গত ২ জুন সর্বশেষ দাম সমন্বয় করে বিইআরসি। তখন ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন, অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয় (মূসকসহ)।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ১২ বার পরিবর্তন করা হয়েছে—যার মধ্যে ৭ বার বেড়েছে, ৪ বার কমেছে এবং একবার (ডিসেম্বরে) কোনো পরিবর্তন আনা হয়নি।