উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। ফ্লাইট চলাকালেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাম্পাসের মধ্যে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। ফাইটার-ট্রেইনার এয়ারক্র্যাফটটি ছিল এফ-৭ বিজিআই মডেলের।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভানো হলেও পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্কোয়াড্রন লিডার তৌকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিমান বিধ্বস্তের সময় আশপাশে থাকা কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিমান বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, উত্তরার দিয়াবাড়ি এলাকায় জনবহুল পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।