উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সকালে সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের বেঞ্চ কার্যক্রম শুরু করে। দিনের শুরুতেই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান বিচারপতি জানান, আদালতের নিয়মিত কার্যক্রম চলবে, তবে শোকের প্রতি সম্মান জানিয়ে দুপুর ১টার পর আর কোনো বিচারিক কার্যক্রম পরিচালিত হবে না। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চকেও দিনের শুরুতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং আহত শতাধিক মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।