হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আইন উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এত বড় গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার লক্ষণ নেই, বরং তিনি এখনও প্রতিশোধপরায়ণ মানসিকতায় চলছেন।”
মঙ্গলবার (২৯ জুলাই) এই আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ধরনের অপরাধ করেছে, তা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররাও করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা করা—এই ধরনের বর্বরতা আমরা মুক্তিযুদ্ধের সময়ও দেখিনি।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে হত্যার ফুটেজে মরদেহ পোড়ানোর কোনো দৃশ্য পাওয়া যায়নি। এমনকি আহত কাউকে টেনে নেওয়ার সময় দ্বিতীয়বার গুলি করার মতো ঘটনাও আমি কোনো মুক্তিযোদ্ধার বিবরণে শুনিনি।”
প্রধানমন্ত্রীর কিছু অডিও উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “মহাখুনি শেখ হাসিনার কথা শুনলেই বোঝা যায়, তিনি এখনো প্রতিশোধপরায়ণ। এত বড় ঘটনা ঘটার পরও তার কণ্ঠে অনুশোচনার বিন্দুমাত্র ছায়া নেই।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রশংসা করে তিনি বলেন, “তাজুল একজন নির্ভীক ও নিষ্ঠাবান ব্যক্তি। রাত ২টা পর্যন্ত কাজ করেন। তিনি একটি প্রমাণ পেলেই দৌড়ে এসে জানান দেন। তাকে কোনো অর্থ বা প্রলোভন দিয়ে কেনা যাবে না।”
বিচার প্রক্রিয়া সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, “এই মামলার বিচার এমন একটি ভিত্তির ওপর দাঁড় করানো হবে, যা ভবিষ্যতে কোনো সরকার চাইলেও সহজে বদলাতে পারবে না। ইনশাআল্লাহ বিচার পাবেন।”