শেখ হাসিনার ‘পলায়নের দিন’ স্মরণে আকাশে উড়ল কয়েকশ ‘হেলিকপ্টার বেলুন’

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম

গত বছরের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে আকাশে উড়ানো হয়েছে কয়েকশ হেলিকপ্টার আকৃতির বেলুন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে এই প্রতীকী কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

এই কর্মসূচির আয়োজকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট, একই সময়ে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেই ‘ঐতিহাসিক মুহূর্ত’ স্মরণে তারা এদিন ঠিক একই সময়ে আকাশে হেলিকপ্টার বেলুন উড়িয়ে দেন।

একজন অংশগ্রহণকারী শাহরিয়ার হাসান বলেন, গত বছরের এই দিনে ২টা ২৫ মিনিটে শেখ হাসিনা পালিয়ে যান। আজকে সেই মুহূর্তকে স্মরণ করতেই আমরা বেলুন উড়িয়েছি।

আরেকজন অংশগ্রহণকারী রিয়াদুল বিন রিফাত বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সামনে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হন। তার পলায়নের মুহূর্তকে স্মরণ করে আমরা আজকের এই আয়োজন করেছি। এটা আমাদের জন্য এক অন্যরকম ভালো লাগার অনুভূতি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সরকার দমন-পীড়ন চালালে তা দ্রুত একটি ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়। ২০২৪ সালের আগস্টে আন্দোলনের অংশ হিসেবে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে রাজধানীমুখী হয় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র ও সাধারণ মানুষ। সরকার আন্দোলন দমনে কারফিউ জারি করলেও তা উপেক্ষা করে রাজপথে নেমে আসে জনতা।

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। ওইদিনই গণভবন জনতার দখলে আসে এবং হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।