রাজধানীতে প্রাইভেটকার থেকে দুইজনের লাশ উদ্ধার

রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজে প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং এ প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার আফসানা।
খবর পেয়ে ঘটনাস্থলে ওসিসহ অন্যরা গিয়েছেন। মরদেহ দুটি নারী নাকি পুরুষ এখনও জানা যায়নি। বিস্তারিত পেলে জানানো হবে।
এ বিষয়ে থানার ওসিকে একাধিক বার কল করা হলেও ফোনে পাওয়া যায়নি।