শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ৩০ ইউনিট
 
                                            রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। একইসঙ্গে ৬টি ইউনিট রওনা দিয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর।বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি বিমান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।
 
                 
                                 
                                         
                                         
                                         
                                         
                                        
                                        
                                       