প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে জামায়াতও আলোচনায় বসতে রাজি
গণভোট এবং জুলাই সনদের যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তা নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বতী সরকার।
সেই প্রসঙ্গ টেনেই জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের প্রশ্ন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে জামায়াতও আলোচনায় বসতে রাজি।
যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে রাজনৈতিক দলগুলোর ওপরই দায়িত্ব ছেড়ে দেয়, তবে রেফারির দায়িত্ব পালন কে করবে, সে প্রশ্নও তুলেছেন তিনি?
জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ (পিআর) বিভিন্ন দাবিতে জামায়াতের সাথে আন্দোলনরত সমমনা আট দল সোমবার (৩ নভেম্বর) দুপুরে যৌথ প্রেস ব্রিফিংয় করে, এতে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর ব্যাপারে আট দলের সবাই, জনগণ ও সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না।
বিএনপির একেক নেতা একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে গণভোটের কোনও মূল্যায়ন থাকবে না।
নির্বাচন ঘিরে জামায়াত কোনও রাজনৈতিক জোট করছে না এমন দাবিও করেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের৷ নির্বাচনে সমঝোতা করে একক প্রার্থী দেয়ার কথাও জানান তিনি৷