ভোটবাক্স একটি করতে নীতিগতভাবে সম্মত ইসলামী দলগুলো

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে কয়েকটি ইসলামী দল বিষয়টি নিয়ে মতবিনিময় করেছে। সব ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট ইস্যুতে জামায়াতে ইসলামীর মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, ইসলামপন্থীদের সব ভোট একবাক্সে রাখতে হবে। এ নিয়ে নীতিগতভাবে একমত তারা।

এখন পর্যন্ত জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনে ইসলামী আন্দোলন, খেলাফত মসলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছে দলগুলোর শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আগে থেকেই ইসলামী দলগুলো ন্যূনতম সমঝোতার ভিত্তিতে একটি প্লাটফর্ম তৈরি করার কথা ভাবছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জোটের বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা চলছে। এছাড়া ইসলামী দলগুলোর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক অব্যাহত রয়েছে।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভোটে ইসলামী দলগুলোর একটি বাক্স দেয়ার পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি।

তবে কবে হচ্ছে এই জোট? এ নিয়ে দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে জোট গঠনের প্রক্রিয়া গতি পাবে।

জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া ব্যাতীত জোট গঠন ফলপ্রসু হবে না। এটি কার্যকরী হতে হবে ভোটের রোডম্যাপ ঘোষণা হতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেছেন, জোট গঠনে প্রায় সবগুলো দলের সাথে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি। জোট গঠনে আমরা আশাবাদী।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেছেন, এই মুহূর্তেই জোট গঠন হচ্ছে না। আমরা চাই আগে ঐক্য তৈরি হোক।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হওয়ায় জোট গঠন নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না।

এদিকে, নির্বাচন সামনে রেখে জামায়াত ছাড়া বিএনপির সাথেও বৈঠক করেছে ইসলামী দলগুলো। তবে দলটির সাথে নির্বাচনী জোট নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন নেতারা।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেছেন, বিএনপির মহাসচিবের সাথে আমাদের আমিরের আলোচনা হয়েছে। সেখানে দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব বলেছেন, বিএনপির সাথে আলোচনায় রাষ্ট্র নির্মাণে দলটির পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে।

খেলাফত মজলিসের মহাসচিব বলেছেন, ইসলামী দলগুলো ব্যতীত অন্যান্য দলগুলোর সাথে আলোচনা হয়েছে। আমরা একটি ঐক্য চাই।

নির্বাচনী জোট নিয়ে যাই হোক না কেন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ইসলামী দলগুলোর নেতারা।