নিখোঁজের তিন দিন পর লেকে মিললো ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ

নিখোঁজের তিন দিন পর খুঁজে পাওয়া গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ। রোববার (২৯ জুন) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, নিহত শিক্ষাথী ঢাবির কম্পিউটার সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন। আগামী মাসেই তার সেখানে যাওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন, এমনকি বন্ধ ছিল তার মোবাইল ফোন। পরে শুক্রবার সকালে তার বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালের দিকে বগুড়া-ঢাকা মহাসড়ক সংলগ্ন বগুড়া সেনানিবাসের বোট ক্লাবের লেকে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার রাতে সৌমিক একটি বাসে করে ঢাকায় যান। শনিবার ঢাকার বসুন্ধরা সিটিতে এক বন্ধুর সঙ্গেও তার দেখা হয়। ওই দিনই তিনি বগুড়ায় ফিরলেও কীভাবে সৌমিকের মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে পথচারীরা লেকের পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে সেনানিবাসের এমপি চেকপোস্টে খবর দেয়। পরে সেখান থেকে খবর পেয়ে পুলিশ লেক থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে এই কর্মকর্তা জানান, সৌমিকের মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।