গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে আটক ১০, মাদক উদ্ধার

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার টাকা, ১০টি মোবাইল ফোন ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর ইনজামামুল আলম। এতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (বুলবুল ইসলাম) জানান, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এলাকায় অপরাধ দমনে আমরা সবসময় তৎপর।

এদিকে, অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।