নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, বর্জন বিএনপির

নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এছাড়া পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতারা।
শনিবার (৯ আগস্ট) নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের আগে ও পরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন দুপুর ১২টার দিকে স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় জুলাই যোদ্ধারাও আলোচনা সভায় অংশ নেয়।
সেখানে তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় দাঁড়িয়ে থাকেন তারা। একপর্যায়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হট্টগোলে জড়িয়ে যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের বসার জায়গার ব্যবস্থা করলে শান্ত হয় পরিস্থিতি।
অন্যদিকে শহরের বড় হরিশপুরে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত হয়ে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যায় বিএনপির নেতৃবৃন্দ। স্টেডিয়ামের ভেতরে প্রবেশের সময় তাদের বাধা দেয় ডিবি পুলিশ। এসময় বিএনপি নেতারা অনুষ্ঠান বর্জন করে চলে আসেন।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে বিএনপি নেতাদের প্রবেশে বাধা দেয়ার কোনও ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে একসাথে সকল নেতাকর্মীদের ভেতরে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছিল।