ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

ফেনী সদর উপজেলার শর্শদি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটা এ ঘটনায় ব্যাংকের তিনটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

তবে আগুনে ব্যাংকের কোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। এসময় ব্যাংকের ওপরের তলায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে কে বা কারা ব্যাংকে অগ্নিসংযোগ করেছে সেই বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে কর্মকর্তা কর্মচারীদের তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।

ফেনী মডেল থানার পরিদর্শক সজল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কী কারণে আগুন দিয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।