আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘অবসরের পথে’ আন্দ্রে রাসেল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। আগামী ২৩ জুলাই জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে রাসেলের সম্ভাব্য বিদায়ী ম্যাচ।

বুধবার (১৬ জুলাই) ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানায়।

অবসর প্রসঙ্গে রাসেল বলেন, বলে বোঝানো যাবে না, এটা আমার কাছে কী অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। যখন আমি ছোট ছিলাম, তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি।

২০১৯ সাল থেকে ক্যারিবিয়ানদের হয়ে কেবলমাত্র টি-টোয়েন্টিই খেলে যাচ্ছেন রাসেল। সেবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন তিনি। ক্যারিয়ারে একটিমাত্র টেস্ট খেলেছেন রাসেন, ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে। ৮৪টি-টোয়েন্টিতে ১৬৩.০৮ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৭৮, উইকেট ৬১টি।

উল্লেখ্য, ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রাসেল।