এবার কোল্ডপ্লের কনসার্টে কিস ক্যামে ধরা পড়লেন মেসি, ভিডিও ভাইরাল

কোল্ডপ্লের কনসার্টে দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ হলো "কিস ক্যাম"—যেখানে বড় পর্দায় তুলে ধরা হয় প্রেমিক-প্রেমিকাদের ঘনিষ্ঠ মুহূর্ত। কিছুদিন আগেই সেই ক্যামেরায় ধরা পড়ে বেকায়দায় পড়েছিলেন মার্কিন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনমার-এর সিইও অ্যান্ডি বায়রন। এবার ক্যামেরার ফ্রেমে ধরা দিলেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসি।
তবে অ্যান্ডি বায়রনের মতো গোপন রসালো গল্প নয়—মেসিকে দেখা যায় স্ত্রী আন্তোনেলা ও তিন সন্তানকে নিয়ে হাসিমুখে কনসার্ট উপভোগ করতে। কোল্ডপ্লের সাম্প্রতিক শো অনুষ্ঠিত হয় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, যেখানে পরিবারের সঙ্গে প্রাইভেট সুইটে বসেই গান শুনছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
কনসার্ট চলাকালীন একপর্যায়ে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে "কিস ক্যাম", আর তখনই দেখা যায় মেসি ও আন্তোনেলাকে। দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়েন, আর পুরো স্টেডিয়াম মুহূর্তে ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।
স্টেজ থেকে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মেসিকে দেখে সরাসরি বলেন, “আজকে আপনি আমাদের শো দেখতে এসেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনি সর্বকালের সেরা তারকা।”
Messi and his wife were shown at the Coldplay concert in Miami
— ESPN FC (ESPNFC) July 28, 2025
(via mrbusinesstravels/Instagram) pic.twitter.com/W9GybgvVgs
প্রসঙ্গত, এর ঠিক কিছুদিন আগেই একই কনসার্টে ধরা পড়ে যান অ্যান্ডি বায়রন ও তার সহকর্মী ক্রিস্টিন ক্যাবো। স্ত্রীর অজান্তে প্রেমিকার সঙ্গে কনসার্টে গিয়ে কিস ক্যামে ধরা পড়ার পর তাদের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন ক্রিস মার্টিন মজা করে মন্তব্য করেছিলেন, “হয়তো এরা পরকীয়া করছে, নয়তো খুবই লাজুক।”
তবে মেসির অংশগ্রহণে সেই কিস ক্যাম এবার পেয়েছে একেবারে ভিন্নমাত্রা—সাদামাটা পারিবারিক আনন্দ আর বিশ্ব তারকার এক নির্মল মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, আর মেসি-আন্তোনেলার রসায়ন নিয়ে মুগ্ধ ভক্তরা।