নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরছে বাংলাদেশ দল

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

নেপালে তিন দিন হোটেলবন্দি থাকার পর বিশেষ বিমানে আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার পথে রওনা দিয়েছে জামাল ভূঁইয়াদের বহর। সঙ্গে ফিরছেন সফরসঙ্গী সাংবাদিকরাও।

বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে বাংলাদেশে পৌঁছানোর পর দলটির প্রত্যাবর্তন উপলক্ষে বেলা ৩টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

‎বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গত সোমবার নেপালের হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডুসহ সারা দেশে রাজপথে নেমে আসেন।

‎বিক্ষোভ দমনে কঠোর হয় সরকার। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হন। আহত হন আরও কয়েক শ বিক্ষোভকারী। বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপাল সফরে যাওয়ার পর সেখানে এতটা অস্থিরতা ছিল না। দুই দলের গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচটা নির্বিঘ্নেই শেষ হয়। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে শুরু হয় বিক্ষোভ। গত সোমবার অনুশীলন করার কথা থাকলেও হোটেলের বাইরে বের হতে পারেনি বাংলাদেশ দল। রাতেই অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিত করে।

পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে। যে কারণে বাংলাদেশ চেয়েছিল এক দিন আগেই দেশে ফিরতে। সেটিও হয়নি। কারণ, মঙ্গলবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে নেপাল সরকারের পতন ঘটে এবং তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

‎গতকাল বুধবার সন্ধ্যার পর খুলে দেওয়া হয় বিমানবন্দর। বাংলাদেশ দল চেয়েছিল বুধবার রাতেই ফিরতে। ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত আর হয়নি৷ অবশেষে আজ একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরছে ৩২ জনের বহর।

‎জাতীয় ফুটবল দলের পরবর্তী মিশন এশিয়ান কাপ বাছাই। আগামী অক্টোবরে যে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি ৯ অক্টোবর ঢাকায়, দ্বিতীয়টি ১৪ অক্টোবর হংকংয়ে।