প্রায় পুরো আইপিএলেই মোস্তাফিজকে পাবে কেকেআর

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলতে তাকে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারপারসন নাজমুল আবেদিন ফাহিম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যমুনা টিভিকে তিনি জানান, ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য ওডিআই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ, তাই ফিজকে অল্প সময়ের জন্য ফেরানো হবে।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ন। যেমন রিশাদ এখন বিগব্যাশে খেলছে। এ ধরনের সুযোগ আসলে আমরা ক্রিকেটারদেরকে ছাড় দেবো।

উল্লেখ্য, আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হবে আইপিএলের ১৯তম আসর। আর আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুসারে এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি। সফরে দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।