সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০২:১৪ পিএম

দেশজুড়ে আবারও শুরু হচ্ছে বৃষ্টির দাপট। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

এই সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

মঙ্গলবার (৫ আগস্ট) বৃষ্টি আরও কিছুটা ছড়িয়ে পড়বে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগগুলোতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দিন একটু গরম অনুভব হলেও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।

বুধবার (৬ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত (৭ আগস্ট) আবহাওয়ার ধরন প্রায় একই থাকবে। দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি হবে, যার মধ্যে কোথাও আবার ভারী বা অতি ভারী বর্ষণ হতে পারে।

৮ আগস্ট পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এরপর পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ‘‘বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ারও সম্ভাবনা থাকায় সবাইকে সাবধান থাকতে বলা হচ্ছে। বিশেষ করে খোলা মাঠে বা পানিতে অবস্থান করা ঝুঁকিপূর্ণ।’’