ইসরায়েলের বিমান হামলায় কাঁপলো ইয়েমেন, নিহত ৩৫

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের নতুন সামরিক অভিযান। এবার ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে চালানো বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ১৩১ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে এই ভয়াবহ হামলা চালানো হয়। এর একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার একটি আবাসিক ভবন, একটি চিকিৎসাকেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের সরকারি একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও ধ্বংসস্তূপে অনেকেই আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন জানায়, হামলায় সানার একটি মেডিকেল সেন্টার ও আল-হাজমে স্থানীয় প্রশাসনের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হুথিদের সামরিক ঘাঁটি, জনসংযোগ কার্যালয় এবং একটি জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হুথিদের চালানো ড্রোন হামলার জবাব দিতেই এই আক্রমণ করা হয়েছে।

হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করার চেষ্টা করেছে। তাদের দাবি, কিছু বিমান অস্ত্র ব্যবহারের আগেই ফিরে যেতে বাধ্য হয়েছে।

এদিকে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনার চেষ্টা চলছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজও চলছে।