লালসবুজ২৪.কম
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি প্রক্টর, এএসআই আমিরসহ ৪ আসামি ট্রাইব্যুনালে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে তাদের আদালতে হাজির করা হয়।

আসামিরা হলেন, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।

এর আগে গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় চার জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com