লালসবুজ২৪.কম
সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:২৩ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিতর্কিত সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে, গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় হাবিবুল আউয়ালকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতার এড়াতে বার বার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে আটক করতে বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি।

ওই মামলায় ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে আরেক সাবেক সিইসি কেএম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে আটক করে জনতা। পরে তাকে উত্তরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরদিন সোমবার (২৩ জুন) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com