লালসবুজ২৪.কম
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬, দগ্ধ ৩০ শিক্ষার্থীসহ বহু আহত

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু এবং ৩০ জন দগ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের ফাইটার-ট্রেইনার বিমানটি ক্লাস চলাকালীন কলেজের মূল ভবনের পাশের খোলা মাঠে বিধ্বস্ত হয়। মুহূর্তেই বিকট বিস্ফোরণ এবং আগুনে ঘিরে ফেলে পুরো এলাকা।

দগ্ধদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৪ জনকে হেলিকপ্টারে করে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতালে) পাঠানো হয়েছে। বাকিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, উত্তরা আধুনিক হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও অভিযানে যোগ দেন। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার সময় কলেজে চলছিল প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস। বিমান বিধ্বস্ত হওয়ার বিকট শব্দে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মুহূর্তেই এলাকা ছেয়ে যায় আতঙ্কিত অভিভাবকদের কান্না ও ছোটাছুটিতে।

একজন অভিভাবক বলেন, “আমার মেয়ে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওর সহপাঠীরা দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আছে।”

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com