লালসবুজ২৪.কম
বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের জানাজা সম্পন্ন

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলামের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর কুর্মিটোলা এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহত পাইলটের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এই বিদায়ী আয়োজনে।

জানাজার আগে মরহুম তৌকির ইসলামের সম্মানে একটি ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়—যা হলো সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো সদস্যের প্রতি প্রদর্শিত আনুষ্ঠানিক বিদায়ী শ্রদ্ধা। এই আয়োজনে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রাণ হারান পাইলট তৌকির ইসলামসহ ৩১ জন, যাদের অনেকেই ছিলেন স্কুলশিক্ষার্থী।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com