লালসবুজ২৪.কম
আইজিপি বাহারকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। এ কারণে শাহবাগে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শহীদ পিন্টু স্মৃতি সংসদ আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে সড়ক অবরোধ করে। তাতে যোগ দিয়েছে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার কয়েকশ মানুষ।

এর আগে, গত রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ বলে অভিযোগ করেন তার সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা।

২০১৫ সালের মে মাসে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা। তখন তিনি গ্রেফতার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ৩ মে তাকে কারগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হাসপাতাল তাকে মৃত অবস্থায় পেয়েছে।

পিন্টুর পরিবার তখনই এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিযোগ তুলে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

এদিকে, আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের করা স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে বর্তমান আইজিপি বাহারুল আলমের নামও ওঠে এসেছে।

প্রতিবেদনে বাহারুল আলমের নাম আসার পর তাকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান পিন্টুর সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com