লালসবুজ২৪.কম
ওসমান হাদিকে এভারকেয়ার থেকে নেয়া হচ্ছে বিমানবন্দরে

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য দুপুরে সিঙ্গাপুর নেয়া হবে। এরই মধ্যে তাকে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, হাদির সাথে সিঙ্গাপুর যাবেন আমিনুল হাসান ফয়সাল, যিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা। ও তার ভাই ওমর বিন হাদি।

শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com