লালসবুজ২৪.কম
ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে: রিজভী

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম

জাতীয় নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‌“ভোটের পরিবেশ তৈরি হওয়া সত্ত্বেও নির্বাচন পেছানোর গুঞ্জন জাতির মাঝে প্রশ্ন তুলেছে। এটা স্পষ্ট কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লোগানের প্রতিবাদে।

রিজভী বলেন, “ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখরিত হোক—এটাই চায় জনগণ। আর সেই কারণেই আমরা বলেছি, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন, নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। কিন্তু লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক ও যৌথ বিবৃতির পরপরই সারাদেশে অশান্তি ছড়িয়ে পড়েছে। এটা খুবই প্রশ্নবোধক।”

তিনি আরও বলেন, “সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী হলেও প্রশাসনের কেউই জবাবদিহির মুখে পড়ছেন না। অথচ মিছিল হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে, যিনি ১৭-১৮ বছর ধরে লন্ডনে আছেন এবং বারবার নিপীড়নের শিকার হয়েছেন। সরকার চায় না দেশ স্বস্তিতে থাকুক।”

তারেক রহমানকে "সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক" আখ্যায়িত করে রিজভী বলেন, “যে পরিস্থিতি চলছে, তা উদ্দেশ্যমূলক। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।”

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com