লালসবুজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে কবে ফিরছেন, সেই দিনক্ষণ তারেক রহমান নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হুমায়ুন কবির।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের কড়া সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, “বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অত্যন্ত আন্তরিক। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই।”
ব্রিফিং চলাকালে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও তারা স্লোগান থামাননি। বরং একপর্যায়ে সাংবাদিকদের ওপর চড়াও হন কিছু এনসিপি কর্মী। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ব্রিফিং বয়কট করেন।