লালসবুজ২৪.কম
পর্তুগিজ তারকা ফুটবলার দিয়েগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম

লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা স্পেনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। বার্তা সংস্থা রয়টার্স ও ফুটবল সংক্রান্ত সংবাদ মাধ্যম মার্কা এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ টিভি চ্যানেল ও দমকল বিভাগ জানিয়েছে, মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায়। গাড়িতে জোতার সঙ্গে ছিলেন তার ভাইও। তারা দুজনই ঘটনাস্থলেই মারা যান।

জোতার জন্ম পর্তুগালের পোর্তোয়। ক্লাব ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরাতে। এরপর খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও উলভারহ্যাম্পটনে। লিভারপুলে এসে জেতেন এফএ কাপ, লিগ কাপ ও ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ।

জাতীয় দলের হয়ে ২০১৯ ও ২০২৫ সালে জিতেছেন উয়েফা নেশন্স লিগ।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com