লালসবুজ২৪.কম
কাশ্মিরে হামলাকারীদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করে না : মোদি

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম

ভারতের কাশ্মিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবার পুরো বিশ্ববাসীর প্রতি বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, বিশ্বকে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসীরা যেই হোক না কেন ভারত তাদের খুঁজে বের করবেই। শুধু তাই নয়, তাদের শাস্তিও নিশ্চিত করবে। এরজন্য যা যা করা দরকার, ভারত তাই করবে। খবর হিন্দুস্তান টাইমস’র।

পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী একথা বলেন।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা ভারতের আত্মায় হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে। যা আমরা মেনে নিতে পারিনা। আমি স্পষ্ট শব্দে বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে বা যারা এর পেছনে জড়িত, তাদের এমন পরিণতি হবে, যা তারা কল্পনাও করতে পারে না। তাদের সাজা মিলতেই থাকবে। দুষ্কৃতিকারীদের সবকিছু ধুলায় মিশিয়ে দেয়ার সময় চলে এসেছে।

মোদি বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় কোটি কোটি দেশবাসী মনে আঘাত পেয়েছে। পুরো দেশ নিহতদের পরিবারের পাশে আছে। এ ঘটনায় পুরো ভারতের দুঃখ যেমন এক, আক্রোশও এক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। শুধু তাই নয়, সমাবেশে আসা হাজার হাজার মানুষকে কয়েক মুহূর্ত নীরবতা পালন ও নিহতদের স্যালুট জানানোর আহ্বান জানান তিনি।

লালসবুজ২৪.কম
ইমেইল: info@lalsobuj24.com