লালসবুজ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:১২ পিএম
কাশ্মিরের পেহেলগামে হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত টগবগ করে ফুটছে। সংকটের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ সন্ত্রাসীরা আবারও কাশ্মিরকে ধ্বংস করে দিতে চায়। এমনটাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির জনগণের উদ্দেশে মোদি তার বার্তা পৌঁছানোর জন্য নিয়মিত বিরতিতে একটি অডিও-ভিডিও বার্তা দেন। যেটির নাম ‘মন কি বাত’। সে আয়োজনের ১২১তম পর্বে কাশ্মির ইস্যুতে নানা কথা বলেন তিনি।
মোদি বলেন, কাশ্মিরে শান্তি ফিরে আসছিল। গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল। স্কুল-কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু শত্রুদের এটা পছন্দ হয়নি।
হামলাকারীদের প্রতি আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মোদি। বলেন, আমি নিহতদের পরিবারগুলোকে আশ্বস্ত করছি, তারা ন্যায়বিচার পাবে। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বনেতারা কাশ্মির ইস্যুতে ভারতের পাশে আছে। তারা এরইমধ্যে আমাকে (মোদি) ফোন করেছেন, চিঠি লিখেছেন, কেউ আবার মেসেজ দিয়েছেন। তারা খুব স্পষ্টভাবে সন্ত্রাসবাদের বিরোধীতার কথা জানিয়েছেন।
পাকিস্তানের বিরুদ্ধে এরইমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আগামী দিনগুলোতে আরও বড় কোনো পদক্ষেপের ইঙ্গিতও রয়েছে নরেন্দ্র মোদির কণ্ঠে।