যেভাবে ফ্রিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজ। দীর্ঘ আড়াই বছর পর সিরিজটির নতুন সিজন সম্প্রচার শুরু হয়েছে ওটিটি প্লাটফর্মে। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এবারের ঈদুল আজহায় মুক্তি পেলেও এখনো ইউটিউবে না আসায় হতাশা জানিয়েছিলেন অনেক দর্শক।

এবার দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সুখবর দিলেন নির্মাতা অমি। শুরুতে সিরিজটি দেখার জন্য বঙ্গ অ্যাপে দর্শকদের ৪০ টাকা খরচ করতে হতো। কিন্তু এখন থেকে ফ্রিতেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এ নির্মাতা জানিয়েছেন, দর্শকরা এখন থেকে ইউটিউবে ফ্রিতে দেখতে পাবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ । মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে অমি লেখেন, ‘প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আপনাদের বিনোদন দিতে “Boom Films” ইউটিউব চ্যানেল নিয়ে আসছে “ব্যাচেলর পয়েন্ট সিজন ৫”।’

এদিকে এর আগেও নির্মাতা অমি জানিয়েছিলেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব প্রচারিত হবে। একইদিন রাত সাড়ে ৯টায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলেও দেখা যাবে সিরিজটি।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। সিরিজটিতে অভিনয় করেছেন অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, শিমুল, পাভল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, পারসা ইভানা প্রমুখ।