অভিষেকেই পাকিস্তানকে ম্যাচ জেতানো কে এই হাসান

লালসবুজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

পাকিস্তান ক্রিকেটে তারকাদের তালিকায় নাম লেখালেন হাসান নাওয়াজ। ২২ বছর বয়সী এই তরুণ ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেকেই খেললেন দুর্দান্ত এক ইনিংস। তার ৫৪ বলে অপরাজিত ৬৩ রানের সেই ইনিংসে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের দেয়া ২৮০ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জিতেছে ৫ উইকেটে; হাসান পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের লইয়া শহরে ২০০২ সালের ২১ আগস্ট জন্ম হাসান নাওয়াজের। শৈশবে টেপ টেনিস ক্রিকেট দিয়ে শুরু করেন তিনি। এরপর বড় স্বপ্ন নিয়ে পাড়ি জমান রাজধানী ইসলামাবাদে। সেখানকার স্থানীয় ক্লাব— লাকি স্টার ক্রিকেট ক্লাব ও ল্যাশিংস ক্লাবের হয়ে ধীরে ধীরে পেশাদার ক্রিকেটে প্রবেশ করেন হাসান। এরপর থেকেই নিজের প্রতিভার জানান দিতে থাকেন এই ডানহাতি ব্যাটার।

হাসান প্রথম আলোচনায় আসেন ২০২২ সালের কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল)। সেবার মিরপুর রয়্যালসের হয়ে ছিলেন টুর্নামেন্টে শীর্ষ রান সংগ্রাহকদের একজন। পরে নর্দার্নের হয়ে পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ পেয়েও নজর কাড়েন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে, এরপর ২০২৫ সালে যোগ দেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে।

যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চেও দ্রুতই ডাক পেয়ে যান হাসান। চলতি বছরের মার্চে টি-টোয়েন্টি অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে এই টপ অর্ডার ব্যাটারের শুরুটা ছিল বেশ কঠিন—টানা দুই ম্যাচে ‘ডাক’ মারেন তিনি। কিন্তু তৃতীয় ম্যাচেই রূপকথার মতো ইনিংস খেলে নিজের প্রতিভার জানান দেন। মাত্র ৪৪ বলে করেন অপরাজিত ১০৫ রান, যা বাবর আজমের রেকর্ড ভেঙে পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

আর এবার ওয়ানডে অভিষেক রাঙালেন হাসান। তারোবারায় ক্যারিবীয়দের বিপক্ষে ৬৩ রানের অপরাজিত ইনিংসে হাঁকিয়েছেন ৫টি চার ও ৩টি ছক্কা, ঠাণ্ডা মাথায় দলকে পৌঁছে দিয়েছেন জয়রেখায়। পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করা ১৪তম ক্রিকেটার এখন হাসান নওয়াজ। তার এই শুরুর গল্পই বলে দিচ্ছে—পাকিস্তান ক্রিকেটে আসছে আরেক বড় নাম।